কল্যাণময়ের জামিন মামলায় আদালতের তোপের মুখে সিবিআই

কলকাতা:এবার হাই কোর্টের তোপের মুখে সিবিআই। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মামলায় সিবিআইকে ভর্ৎসনা করল কলকাতা হাই কোর্টের। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে তোলা হয় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। জামিন মামলার শুনানিতে সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি জয়মাল্য বাগচী ও অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। সিবিআইকে উদ্দেশ্য করে একাধিক প্রশ্ন ছুঁড়ে দেন বিচারপতি। কিন্তু তার সঠিক জবাব মেলেনি। এরপরই বিচারপতি বলেন, ‘বিচারপতির (অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের) কাছে যান। তিনি আপনাদের বুঝিয়ে দেবেন। আপনারা কিছুই করছেন না।’

সিবিআইকে নিজের গুরুত্ব বুঝে কাজ করার পরামর্শ দিলেন তিনি।বিচারপতি আইও অর্থাৎ তদন্তকারী অফিসারের খোঁজও করেন।সিবিআই আধিকারিকদের উদ্দেশ করে বিচারপতি বলেন, ‘আপনারা একটু নিজেরা আগে বুঝুন। আমরা খুব দুঃখিত যে এমন তদন্তকারীদের মুখোমুখি হতে হচ্ছে। আপনাদের আইও-র সঙ্গে বসুন দয়া করে।’

গতকালের মামলার সঙ্গে এদিনের কোনও সংযোগ রয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। আগামী ৪ জানুয়ারি মামলার শুনানি।প্রসঙ্গত, ২০১২ সালে পর্ষদ সভাপতির দায়িত্ব পান কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রায় ১০ বছর দায়িত্বে ছিলেন তিনি। চলতি বছরে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ফলে তাঁর জায়গায় নতুন কাউকে আনা হবে, না কি তাঁকেই ফের দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে জল্পনা চলছিল। এরই মাঝে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–এর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ায়। কলকাতা হাই কোর্ট তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয়। বারবার সিবিআইয়ের জেরার মুখোমুখিও হতে হয়েছিল কল্যাণময়কে। ১৫ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + seven =