কলকাতা: গোরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।কয়লা পাচার, বেআইনি পাথর ও বালি খাদানের ব্যবসাতেও তাঁর যোগ রয়েছে, তদন্তের পর প্রাথমিকভাবে মনে করছে সিবিআই।এবার নজরে অনুব্রত কন্যার বিপুল সম্পত্তি। তাঁকে জিজ্ঞাসাবাদে সিবিআই-এর টিম বোলপুর যাবে ইঙ্গিত মিলেছিল। সেই মতো বুধবার সকালের মধ্যেই বোলপুরে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলেন তদন্তকারী। প্রথমে অনুব্রতের হিসাবরক্ষককে ডেকে পাঠিয়েছে সিবিআই। খবর ছিল, বুধবার বোলপুরে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বুধবার ভোরে বোলপুরে পৌঁছেও যান। শান্তিনিকেতনের কাছে একটি অতিথিশালায় এসে ওঠেন সিবিআই আধিকারিকরা। সেখানেই ডেকে পাঠানো হয় অনুব্রতের ব্যক্তিগত হিসাবরক্ষক মনীষ কোঠারিকে। তার পর থেকেই টানা চলছে জিজ্ঞাসাবাদ পর্ব।
গোরু পাচার মামলায় সিবিআই-এর ১০বার তলবে একবার মাত্র হাজিরা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এরপরই তদন্তে অসহযোগিতার অভিযোগে সপ্তাহখানেক আগে তৃণমূল নেতা অনুব্রতকে গ্রেপ্তার করে সিবিআই। সূত্রের খবর, এদিন অনুব্রতের ব্যক্তিগত হিসাবরক্ষক মনীষের কাছে অনুব্রতর মেয়ে সুকন্যার সম্পত্তির তথ্য চাইতে পারে সিবিআই। কারণ অনুব্রতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশেষ টাকা পাওয়া যায়নি। সেই সব অ্যাকাউন্টে তেমন লেনদেনও হয়নি। অন্য দিকে, সুকন্যার নামে একাধিক কোম্পানি রয়েছে বলে জানা গিয়েছে বিভিন্ন সূত্রে। একই সূত্রে এ-ও জানা গিয়েছে যে, বেশ কিছু কোম্পানির ডিরেক্টর হিসাবেও রয়েছে অনুব্রত-কন্যার নাম। সেই কোম্পানিতে প্রচুর অর্থের লেনদেন হয়েছে।
এদিন সকাল ১১টা পর্যন্ত মনীষ সিবিআই আধিকারিকরা যে অতিথিশালায় উঠেছেন, সেখানেই ছিলেন। তবে মনীষকে জিজ্ঞাসাবাদের পর সিবিআই আধিকারিকরা বোলপুরে অনুব্রতের নিচুপট্টির বাড়িতে গিয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করবেন কি না তা স্পষ্ট নয় এখনও।