শিক্ষক পোস্টিং দেওয়ার ক্ষেত্রে তদন্ত শুরু সিবিআইয়ের। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সরকারি আধিকারিক থেকে নেতা-মন্ত্রীরাও গ্রেফতারও হয়েছেন। নিয়োগ দুর্নীতির পাশাপাশি শিক্ষকদের পোস্টিং দেওয়া নিয়েও বিস্তর দুর্নীতির অভিযোগও উঠেছে। বদলির পোস্টিংয়ে যে দুর্নীতি হয়েছে তা নিয়েও তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সেই মতো পোস্টিং দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করল সিবিআই। এই তদন্তের জন্য ৩৪৪ জনকে ডেকে পাঠাল সিবিআই। ধাপে ধাপে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে তাঁদের। ডিআই অফিস থেকে সিবিআই হাজিরার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। ডিআই অফিসের আধিকারিকদের পাশাপাশি অর্থের বিনিময়ে পছন্দের পোস্টিং পাওয়া শিক্ষক-শিক্ষিকাদেরও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সে জন্য তাঁদেরকেও তলব করা হচ্ছে। কী করে পোস্টিং হয়েছে সে ব্যাপারে সকলের বয়ান রেকর্ড করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অভিযোগ, রয়েছে পছন্দের জেলায় বদলি নেওয়ার জন্য নিময়বহির্ভূত ভাবে অর্থের বিনিময়ে তা দেওয়া হয়েছে। শিক্ষা পর্যদের একাংশ এর সঙ্গে জড়িত বলে অভিযোগ। আর এই অভিযোগ খতিয়ে দেখতেই এই তদন্ত।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মূলত রাজ্যের ২ জেলার ডিআই দফতরে নোটিস পাঠিয়েছে সিবিআই। ধাপে ধাপে জেলা ধরে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে। সোমবার থেকেই শুরু হয়েছে এই হাজিরা দেওয়ার প্রক্রিয়া। সূত্রে খবর, সোমবার সকালেই বেশ কয়েক জন শিক্ষক আসেন নিজাম প্যালেসে।