নয়াদিল্লি : জমির বিনিময়ে রেলে চাকরির মামলায় রায়দান স্থগিত রাখল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।
দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত বৃহস্পতিবার লালু প্রসাদ যাদব এবং অন্যদের বিরুদ্ধে চাকরির বিনিময়ে জমি মামলায় রায়দান সংরক্ষিত রেখেছে।
এই মামলায় প্রাক্তন রেলমন্ত্রী তথা আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী, তেজস্বী এবং অন্যান্যদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। জমির বদলে রেলে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আগামী ৩ অক্টোবরের জন্য রায়দান সংরক্ষণ রেখেছে আদালত।

