দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ যেন ধীরে ধীরে রোমাঞ্চের নতুন অধ্যায় লিখছে। প্রথম দুই দিন পর্যন্ত ম্যাচ পুরোপুরি ভারতের দখলে থাকলেও, তৃতীয় দিনের শেষে চিত্রটা অনেকটাই বদলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার জন ক্যাম্পবেল এবং শাই হোপের অটুট জুটি।
প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের ঝলমলে শতরানে ভর করে ভারত গড়ে তোলে বিশাল ৫১৮ রানের পাহাড়। জয়সওয়াল করেন দুর্দান্ত ১৭৫ রান, গিল থাকেন অপরাজিত ১২৯ রানে। এমন ইনিংসের পর ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতেই ছিল বললে অত্যুক্তি হয় না। কিন্তু লড়াইয়ে নামতে গিয়ে ব্যাট হাতে ভীষণ বিপাকে পড়ে যায় ক্যারিবিয়ানরা। শাই হোপ ছাড়া কেউই বিশেষ প্রতিরোধ গড়তে পারেননি। পরপর উইকেট হারিয়ে এক সময় তাদের স্কোর দাঁড়ায় ১৪০/৬। শেষদিকে অ্যান্ডারসন ফিলিপ (২৪), জেডন সিলস (১৩) এবং খ্যারি পিয়ের (২৩)-এর দৃঢ়তায় কোনওরকমে ফলো অনের আগে ২৪৮ রান পর্যন্ত পৌঁছায় দলটি। তবুও ২৭০ রানে পিছিয়ে থেকে ফলো অনে পড়তে হয় রস্টন চেজদের।
ফলো অনের পর দ্বিতীয় ইনিংসেই বদলে গেল ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই অন্য রূপে দেখা গেল দুই ওপেনার জন ক্যাম্পবেল ও শাই হোপকে। ভারতীয় স্পিন ত্রয়ী রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দরকে দক্ষতার সঙ্গে সামলাতে থাকেন তাঁরা। ক্যাম্পবেলের ব্যাটে ছিল দৃঢ়তা ও আক্রমণ দুই-ই। ১৪৫ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংসটি সাজানো ৯টি চার ও ২টি ছক্কায়। অপর প্রান্তে হোপও দেখিয়েছেন ধৈর্য ও ক্লাস। ৬৬ রানের অপরাজিত ইনিংসে তিনি মারেন ৮টি চার ও ২টি ছক্কা।
তৃতীয় দিনের শেষবেলায় ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ১৭৩। ভারত এখনও এগিয়ে ৯৭ রানে, কিন্তু ম্যাচে এখন চাপ দুই দলের ওপরই। ক্যাম্পবেল-হোপের জুটিতে এসেছে ১৩৮ রান, যা টেস্টে যেকোনও দলের জন্য বড় শক্তি। চতুর্থ দিনের সকালে যদি ভারত দ্রুত উইকেট না তুলতে পারে, তাহলে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে সহজেই। দিল্লির ঘূর্ণি পিচে চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন হয়ে দাঁড়াবে ভারতের জন্য, তাই শুভমান গিলের দল চাইবে যত দ্রুত সম্ভব এই জুটি ভাঙতে।
চতুর্থ দিনের নজর এখন কুলদীপ যাদবের দিকে। প্রথম ইনিংসে তাঁর ঘূর্ণিতে যে ধস নেমেছিল, এবারও সেই জাদু ফের দেখানোর প্রত্যাশা থাকবে টিম ইন্ডিয়ার। তবে শুধু কুলদীপ নয়, বাকি বোলারদেরও দায়িত্ব নিতে হবে দ্রুত ব্রেকথ্রু আনার। কারণ, ওয়েস্ট ইন্ডিজ এখন এমন অবস্থানে দাঁড়িয়ে যেখানে তারা ইনিংস হার এড়াতে আরও মাত্র ৯৮ রান দূরে।
সব মিলিয়ে দিল্লি টেস্টের চতুর্থ দিন হতে চলেছে ভাগ্য নির্ধারণের দিন। ভারত কি জয়ের পথে ফিরবে, নাকি ক্যাম্পবেল-হোপের দৃঢ়তায় ইতিহাস লিখবে ওয়েস্ট ইন্ডিজ—এই প্রশ্নের উত্তরই এখন ক্রিকেটপ্রেমীদের একমাত্র আগ্রহ।

