নয়াদিল্লি : দিল্লির চাণক্যপুরীতে আগুন ধরে গেল একটি গাড়িতে। আগুনে পুড়ে যাওয়া সেই গাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি অগ্নিদগ্ধ দেহ।
দিল্লি পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১০.৩২ মিনিট নাগাদ দিল্লির চাণক্যপুরী এলাকার বিজওয়াসন রোড ফ্লাইওভারে একটি গাড়িতে আগুন ধরে যায়। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।
আগুনে পুড়ে যাওয়া ওই গাড়িটি পরীক্ষা করে দেখা হয়, গাড়ি থেকে একটি পোড়া দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। মৃতের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে দিল্লি পুলিশ।