আগামী ২৯শে ও ২রা–য় জুনিয়র ডাক্তারদের মহামিছিলের ডাক

কলকাতা : দু’টি নতুন কর্মসূচি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তারেরা। আগামী ২৯ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর তাঁদের কর্মসূচি রয়েছে। ২ তারিখ মহালয়া। সে দিন তাঁরা মহামিছিলের ডাক দিয়েছেন। তারপর ধর্মতলায় মহাসমাবেশ হবে। দুপুর ১টা থেকে এই কর্মসূচি রয়েছে মহালয়ার দিন।

২৯ সেপ্টেম্বরের কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘পাড়ায় থাকছি একসাথে, উৎসবে নয় প্রতিবাদে’। ওই দিন বিচারের দাবিতে রাজপথ থেকে অলিগলি ভরানোর জন্য সাধারণ মানুষকে আহ্বান করেছেন জুনিয়র ডাক্তারেরা।

জুনিয়র ডাক্তারেরা জানালেন, পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই থামবে না। বিভিন্ন হাসপাতালে ‘হুমকি সংস্কৃতি’র বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা। আর জি করের ঘটনায় যাঁরা তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে জড়িত, তাঁদেরও শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − four =