কলকাতা : ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের তৃণমূল কংগ্রেসের সামনে ২১ জুলাইয়ের সভা নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একের পর এক প্রশ্নে প্রশাসনকে ঘিরে ধরেন। বলেন, “সভা করতেই পারেন। কিন্তু জনগণ আর কতটা সহ্য করবে?” এই মন্তব্য ঘিরে চাপ বাড়ল রাজ্য সরকারের উপরেও।
আগামী সোমবার ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস পালিত হবে। রাজ্যের সব জেলাতেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তৃণমূলকর্মীরা। প্রতি বছরের মতো এবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের কাছে সভা হওয়ার কথা। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়েও একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলকাতা পুলিশ। এরই মধ্যে মামলা হয় কলকাতা হাইকোর্টে।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, কলকাতার পুলিশ কমিশনারকে মুচলেকা দিয়ে বলতে বলুন যে কোনও যানজট হবে না, মানুষ কতদিন সহ্য করবেন? যদিও রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ২১ জুলাইয়ের আগে মামলা হয়, তারপর মামলা নিয়ে তারা ভুলে যান, কতদিন এসব চলবে? দুর্গাপুজো, ব্রিগেডের সভা, রানি রাসমণিতে যখন কোনও কর্মসূচি হয় তখনও যানজট হয়।
প্রসঙ্গত, ২১ জুলাই যানজটের আশঙ্কা নিয়ে পুলিশকে চিঠি দেওয়া হয় মামলাকারীদের তরফে। সেই চিঠির উত্তর দেওয়া হয়নি বলে অভিযোগ। রাজ্য আগে একাধিকবার এই অবস্থান নিয়েছে যে ওই এলাকায় কর্মসূচি করলে যানজট হবে, মানুষের অসুবিধা হবে, এই যুক্তিতে সওয়াল করেন মামলাকারী। তা নিয়ে এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, মামলাকারীরা পুলিশকে চিঠি দিয়ে তাদের যানজটের আশঙ্কা প্রকাশ করেছে, তিনি কেন উত্তর দেননি? সকাল ১১ টা পর্যন্ত মানুষের যাতে অফিস যেতে কোনও অসুবিধা না হয় সেটা নিশ্চিত করতে হবে।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘আমি এখন এই কর্মসূচিতে হাত দিচ্ছি না, হলফনামার আদান প্রদান করে সম্পূর্ণ শুনানি হবে। রাজ্য নির্দিষ্ট করে একটা জায়গা ঠিক করে রাখুক যেখানে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি হবে, পর্যবেক্ষণ আদালতের।

