কলকাতা : স্যালাইন কাণ্ডে রাজ্যের স্বাস্থ্য দফতর ও মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। বিচারপতিদের প্রশ্ন, স্যালাইন প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? তার ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চাইল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি স্যালাইন কাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে রাজ্যকে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্য জানান, সব হাসপাতালে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহার বন্ধ করতে হবে। কোন কোন রোগী এই স্যালাইন ব্যবহার করেছেন, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরকে রিপোর্ট দিতে হবে।
কেন্দ্র জানাবে ওই সংস্থার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্ণাটক যে ১২টি সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তারও রিপোর্ট জমা দিতে হবে।