মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে তলব হাই কোর্টে

মাধ্যমিক পরীক্ষার দিনেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে তলব আদালতের। নির্দেশ না মানায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে বাই কোর্টের তরফ থেকে বৃহস্পতিবার তাঁকে ডেকে পাঠানো হয়। বিচারপতি অমৃতা সিংহের সিঙ্গল বেঞ্চের নির্দেশ, এদিন দুপুর ২টোর মধ্যে তাঁকে আদালতে গিয়ে হাজিরা দিতে হবে। সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের এক ব্যক্তির নিয়োগ সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতেই তলব করা হয়েছে তাঁকে।

এদিকে আদালত সূত্রে খবর, যোগ্যতার সমস্ত মাপকাঠিতে উত্তীর্ণ হওয়ার পরেও ১২ বছর ধরে চাকরি পাননি পূর্ব মেদিনীপুরের অঞ্জনকুমার খাটুয়া। একটি চোখে তাঁর দৃষ্টিশক্তি নেই। গত মাসে তাঁকে শীঘ্রই নিয়োগ দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট। তবে অঞ্জনকুমার খাটুয়া অভিযোগ, পর্ষদ অফিসের এক আধিকারিক তাঁকে অপমান করেছেন। এই অভিযোগের সঙ্গেই তাঁর সংযোজন, ওই আধিকারিক তাঁকে উদ্দেশ্য করে বলেছিলেন ‘আপনারা কী মনে করেন যখন খুশি নিয়োগপত্র দেওয়া যায়? আপনারা মেদিনীপুর থেকে আসেন, প্রচুর টাকা রয়েছে। মামলা দায়ের করেন।’ একইসঙ্গে অঞ্জনকুমার এও জানান, ‘ওই আধিকারিক আরও বলেছিলেন হাইকোর্টের এই ধরনের খারাপ নির্দেশ দেবে আর তা পালন করতে হবে। আপনি অন্ধ হয়ে চাকরি করতে চলে এসেছেন। আপনি কি ভাবে পড়াবেন?’ এদিকে কমিশনের সুপারিশপত্র পাওয়ার পরেও অঞ্জনকে এখনও নিয়োগ দেয়নি পর্ষদ। বৃহস্পতিবার এই মামলাই ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেখানেই তিনি ডেকে পাঠান পর্ষদ সভাপতিকে। এদিকে বৃহস্পতিবারই শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা শেষ করা পর্ষদের কাছেও অন্যতম বড় চ্যালেঞ্জ। ফলে আজকের দিনে পর্ষদ সভাপতিকে আদালতের তলব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি হাজিরা দেন কিনা এখন সেই দিকেই নজর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − fourteen =