‘দাগি’দের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট

কলকাতা : নতুন করে পরীক্ষায় বসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল দাগি চাকরিহারাদের একাংশ। বলা হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নয় বরং ‘অস্বচ্ছ’ পদ্ধতিতেই তালিকা তৈরি করা হয়েছে। কিন্তু এই আর্জিতে সাড়া দিল না রাজ্যের উচ্চ আদালত।

সোমবার প্রায় সাড়ে ৩০০ চাকরিপ্রার্থী কলকাত হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। তাঁদের দাবি ছিল, যে নিয়োগ পরীক্ষা হতে চলেছে, সেখানে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। কমিশনের বিরুদ্ধে নিয়ম না মেনে তালিকা প্রকাশের অভিযোগ এনে ওই প্রার্থীদের একাংশ চান, তাঁদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক। কিন্তু মঙ্গলবার এই মামলার শুনানিতে হাইকোর্ট প্রশ্ন তোলে, এতদিন তাঁরা কোথায় ছিলেন?

দাগিদের সেই মামলাই বৃহস্পতিবার খারিজ করে দিল হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ দাগিদের পরীক্ষায় বসতে চাওয়ার আবেদন খারিজ করে দেয়।

নতুন করে নিয়োগের পরীক্ষায় বসতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন ‘দাগি’ অযোগ্যরা। তাঁদের মামলায় হস্তক্ষেপ করেনি উচ্চ আদালত। হাই কোর্টের পর্যবেক্ষণ, এসএসসির তালিকায় হস্তক্ষেপ করার জন্য এটি উপযুক্ত মামলা নয়। পরীক্ষায় বসতে পারবেন না মামলাকারী ‘দাগি’রা। এই সংক্রান্ত ২৪টি মামলা খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =