বাঙালির মাছ বাত খাওয়া নিয়ে যে বিতর্কে ফেঁসেছিলেন অভিনেতা পরেশ রাওয়াল তা থেকে অবশেষে তাঁকে স্বস্তি দিল কলকাতা হাই কোর্ট। সোমবার আদালত তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ করে। প্রসঙ্গত, বাঙালির মাছ ভাত খাওয়ার অভ্যাস নিয়ে একটি মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা পরেশ রাওয়াল। ২০২২ সালে গুজরাত বিধানসভা নির্বাচনের বিজেপির হয়ে প্রচারে গিয়ে বাঙালিদের নিয়ে একটি মন্তব্য করেন। যেখানে বলেছিলেন, ‘গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে তা আবারও সস্তা হয়ে যাবে। যদি মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, তা কমে যাবে। মানুষ চাকরিও পাবেন। মুদ্রাস্ফীতির সমস্যা গুজরাতের মানুষ সহ্য করতে পারে। কিন্তু, যদি দিল্লির মতো রোহিঙ্গা ও বাংলাদেশিরা আপনার বাড়ির পাশে থাকতে শুরু করে, তাহলে গ্যাস সিলিন্ডার দিয়ে কী হবে? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?’ এই মন্তব্য নিয়ে অসন্তোষ তৈরি হয় বঙ্গ সমাজে। ওঠে নিন্দার ঝড়।
এদিকে এই ঘটনায় কলকাতা পুলিশের তালতলা থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন সিপিআইম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেই মামলায় তাঁকে তালতলা থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে সোমবার সেই মামলা খারিজ করে দেন বিচারপতি রাজাশেখর মান্থা। এই প্রসঙ্গে বিচারপতি মান্থা জানান, ‘গুজরাতিভাষায় মন্তব্য করেছিলেন অভিনেতা পরেশ রাওয়াল। তারপরে তিনি টুইট করে ক্ষমাও চেয়ে নেন। তুলনায় তালতলা থানায় অভিযোগকারীর বিষয়টি নিয়ে সিরিয়াসনেস কতটা, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে।’ উল্লেখ্য, গত শুনানিতে থানায় অভিযোগকারী সিপিআইএম নেতা মহম্মদ সেলিমের আইনজীবীকে গোটা ঘটনাক্রম খতিয়ে দেখে এই অভিযোগ জিইয়ে রাখার দরকার আছে কি না, জানতে চাওয়া হয়েছিল। এদিন আইনজীবীরা জানান, এই ব্যাপারে আদালত যা ভালো বুঝবে সেটা করা হোক। তারপরেই আদালত ওই এফআইআর খারিজ করে পরেশ রাওয়ালের বিরুদ্ধে যাবতীয় তদন্ত বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়।