ডিএ সংক্রান্ত আদালত অবমাননার শুনানি পিছিয়ে গেল কলকাতা হাই কোর্টেও। কারণ, এর আগে সুপ্রিম কোর্টে আগেই পিছিয়ে গিয়েছে ডিএ মামলা।আগামী তিন সপ্তাহের আগে এই ডিএ মামলার শুনানির সম্ভাবনা নেই শীর্ষ আদালতে। আর সেই কারণেই সোমবার কলকাতা হাইকোর্টেও পিছিয় দেওয়া হয় এই মামলার শুনানি। আগামী ৮ ফেব্রুয়ারি ফের একবার এই মামলার শুনানি হবে বলে জানায় কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। এদিন মামলার শুনানিতে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে জানুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত এই মামলার শুনানি পিছিয়ে দেওয়ার কথা উল্লেখ করা হয়। এরপরই ডিভিশন বেঞ্চ আদালত অবমাননার মামলার শুনানি পিছিয়ে দেয়।
উল্লেখ্য, চলতি বছরের ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে ফেলতে হবে। সেই আবেদন পুর্নবিবেচনা করার আর্জি জানালেও রাজ্যের আবেদন খারিজ হয়ে যায়। এদিকে তিন মাসের মধ্যে অর্থ না মেটানোর জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মচারি সংগঠনগুলি।৪ নভেম্বর আদালত অবমাননা মামলায় হলফনামা জমা দিয়েছিল রাজ্য। অবমাননার মামলা গ্রহণযোগ্য নয় দাবি করে অবশেষে সর্বোচ্চ আদালতেরও দ্বারস্থ হয় রাজ্য।