সিএবি’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত, বাংলার সেরা সুদীপ ঘরামি

বাংলা ক্রিকেটে আবারও বিতর্কের আবহ তৈরি হয়েছে। ৩০ আগস্ট সিএবি (CAB) তাদের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে ২০২৪-২৫ মরশুমের সেরা ক্রিকেটারদের পুরস্কৃত করল । বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন সুদীপ ঘরামি, আর মহিলা ক্রিকেটে সেরা হয়েছেন তনুশ্রী সরকার। বছরের জেন্টলম্যান ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার পেলেন শাহবাজ আহমেদ। সেরা পেসার হলেন সায়ন ঘোষ। রঞ্জি ট্রফিতে বাংলার সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন সুদীপ চট্টোপাধ্যায়, আর সর্বাধিক উইকেট নিয়েছেন সূরজ সিন্ধু জয়সওয়াল। মহিলাদের টি-টোয়েন্টিতে সর্বাধিক রান করেছেন তনুশ্রী সরকার, আর ওয়ান ডে ফরম্যাটে শীর্ষে রয়েছেন ধারা গুজ্জর। দুই ফরম্যাটেই সর্বাধিক উইকেট পেয়েছেন সাইকা ঈশাক। জুনিয়র স্তর ও আম্পায়ারদের জন্যও আলাদা বিভাগে পুরস্কারের ঘোষনা করা হলো । এদিকে পুরস্কারের আনন্দের মাঝেই নতুন বিতর্কে জড়িয়ে পড়েছে সিএবি। জেলা কোচিং সাব কমিটির সদস্য অরূপ কুমার দত্ত ৩১ জুলাই অ্যাপেক্স কাউন্সিলের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, প্রাক্তনী ও বর্তমান সদস্য গৌতম গোস্বামীর পৃষ্ঠপোষকতায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে অনুমোদনহীন এক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নেয় কলকাতা ছাড়াও দিল্লি, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, বিহার এমনকি বাংলাদেশের দলও। অভিযোগ অনুযায়ী, সিএবি অনুমোদিত সংস্থার পরিকাঠামো ব্যবহার করে হলেও টুর্নামেন্টটি আসলে সিএবি অনুমোদিত ছিল না। তবুও সিএবি-র অনুমোদিত ক্লাব ও আম্পায়াররা এতে যুক্ত ছিলেন, যা সংস্থার নিয়মবিরুদ্ধ। সিএবি-র গঠনতন্ত্রের ৪৯ ও ৫০ নম্বর ধারা লঙ্ঘনের কথাও উল্লেখ করেছেন অভিযোগকারী। যদিও অভিযুক্ত পক্ষ অভিযোগ উড়িয়ে দিয়ে এটিকে ব্যক্তিগত কুৎসা বলে দাবি করছে। সব মিলিয়ে বাংলার ক্রিকেটে আবারও বিতর্কের ঝড় উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =