সিএবির উদ্যোগে আম্পায়ারদের জন্য আয়োজিত ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর উদ্যোগে আজ স্থানীয় আম্পায়ারদের জন্য একটি ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়। ইডেন গার্ডেনস প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিশেষ ক্যাম্পে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলী, বাংলার প্রাক্তন ফাস্ট বোলার ও অলরাউন্ডার লক্ষ্মীরতন শুক্লা এবং ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সিএবি সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলী জানান, “আম্পায়াররা আমাদের খেলার অপরিহার্য অংশ। তাদের সুস্থতা ও নিরাপত্তার দিকে নজর দেওয়া আমাদের দায়িত্ব। এই স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে, তাঁরা শারীরিকভাবে ফিট আছেন এবং আগামী দিনে আরও আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে দায়িত্ব পালন করবেন।”
বাংলার ক্রিকেটের অন্যতম মুখ, লক্ষ্মীরতন শুক্লা বলেন, “খেলোয়াড়রা যেমন প্রশিক্ষণ ও যত্ন পান, আম্পায়ারদের ক্ষেত্রেও সেই দৃষ্টি দেওয়া জরুরি। তাদেরও দীর্ঘ সময় মাঠে থাকতে হয়, চাপ সামলাতে হয়। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা তাদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।” ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলীও এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “আম্পায়ার ছাড়া খেলা কল্পনাই করা যায় না। কিন্তু তাদের কথা প্রায়শই আমরা ভুলে যাই। এই ধরনের উদ্যোগ শুধু আম্পায়ারদের জন্য নয়, বাংলার ক্রিকেট সংস্কৃতির জন্যও এক বড় পদক্ষেপ।” সারা দিনে শতাধিক স্থানীয় আম্পায়ার এই ক্যাম্পে অংশ নেন এবং রক্তচাপ, সুগার, ইসিজি সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করান। সিএবি আশ্বাস দিয়েছে, আগামী দিনেও নিয়মিতভাবে এই ধরনের উদ্যোগ নেওয়া হবে যাতে বাংলার ক্রিকেটের নেপথ্যের নায়করা সুস্থ ও সক্রিয় থাকতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + seven =