ভারতেই তৈরি হবে সি-২৯৫ বিমান, ভদোদরায় এয়ারক্রাফ্ট কমপ্লেক্সের উদ্বোধন করলেন মোদী ও পেদ্রো

ভদোদরা : গুজরাটের ভদোদরায় সোমবার যুগ্মভাবে টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড ক্যাম্পাসে সি-২৯৫ বিমান তৈরির জন্য টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ।

সি-২৯৫ কর্মসূচির অধীনে মোট ৫৬টি বিমান রয়েছে, যার মধ্যে ১৬টি সরাসরি স্পেন থেকে সরবরাহ করা হচ্ছে এবং বাকি ৫০টি ভারতেই তৈরি করা হবে। টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড ভারতে এই ৪০টি বিমান তৈরি করবে।

এই অনুষ্ঠানে বক্তৃতা রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আপনারা সবাই গত এক দশকে ভারতের এভিয়েশন সেক্টরে অভূতপূর্ব প্রবৃদ্ধি এবং পরিবর্তন দেখেছেন। আমরা ইতিমধ্যেই ভারতকে একটি এভিয়েশন হাব করার জন্য কাজ করছি।

এই ইকোসিস্টেম ভবিষ্যতে মেড ইন ইন্ডিয়া সিভিল বিমানের পথ প্রশস্ত করবে। বিভিন্ন ভারতীয় এয়ারলাইন্স ১২০০টি নতুন বিমানের অর্ডার দিয়েছে। এই কারখানাটি ভারত ও বিশ্বের ভবিষ্যতের চাহিদা মেটাতে বেসামরিক বিমানের নকশা এবং বিমান তৈরিতে একটি বড় ভূমিকা পালন করতে চলেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − nine =