উত্তরপ্রদেশে জয় ডিম্পলের, রামপুর ছিনিয়ে নিল বিজেপি

শ্বশুরের মানরক্ষা ডিম্পলের। মইনপুরী থাকল সপার ঝুলিতেই। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত খবর, উত্তর প্রদেশে মইনপুরী আসনে বিজেপির রঘুরাজ সিং শাক্যের থেকে ২,০০,৬৮৮ টি ভোটে এগিয়ে সপার ডিম্পল যাদব। আর এই জয়েই যেন অবসান ঘটল কাকা-ভাইপোর মধ্যে দীর্ঘ টানাপোড়েনের। মৈনপুরীতে দুর্দান্ত জয় পেলেও, রামপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বড় ধাক্কা খেল সমাজবাদী পার্টি। দলের দাপুটে নেতা আজম খানের দুর্গ হিসেবে পরিচিত রামপুর। ২০০২ সাল থেকে এই আসনে একটানা জিতে এসেছেন আজম খান বা তাঁর পরিবারের সদস্যরা। কিন্তু, বৃহস্পতিবার সপার হাত থেকে এই আসনটি ছিনিয়ে নিল শাসক দল বিজেপি। উপনির্বাচনে, আজম খান ঘনিষ্ঠ আসিম রজাকে ৩৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন বিজেপি প্রার্থী আকাশ সাক্সেনা।  প্রসঙ্গত, ২০১৯ সালের এক ঘৃণামূলক বক্তব্যের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে বিধায়ক হওয়ার যোগ্যতা হারান সপা নেতা আজম খান। সেই কারণেই, এই আসনে উপনির্বাচন হয়। মুসলিম অধ্যুষিত এই আসনে এর আগে কোনওদিন জয় পায়নি বিজেপি। এদিন গণনার শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল সপা এবং বিজেপি প্রার্থীর মধ্যে। ২০ রাউন্ডের গণনা পর্যন্ত এগিয়েই ছিলেন আজম খানের প্রার্থী আসিম রজা। তবে, এরপরই তিনি পিছিয়ে যেতে শুরু করেন। শেষ পর্যন্ত আকাশ সাক্সেনা ৬২ শতাংশ ভোট পেয়েছেন বলে জানা গিয়েছে। আর আসিম রজা পেয়েছেন মাত্র ৩৬.১৬ শতাংশ ভোট। রামপুর সদর কেন্দ্রের উপনির্বাচনে ভোট পড়েছিল অন্তত কম, মাত্র ৪০ শতাংশ। ভোটের দিনই সমাজবাদী পার্টি অভিযোগ করেছিল, পুলিশ বাহিনীকে ব্যবহার করে ভোটারদের ভয় দেখাচ্ছে রাজ্য সরকার। লাঠি দিয়ে পিটিয়ে, ভয় দেখিয়ে, ভোটারদের ভোটকেন্দ্রে আসতে দেওয়া হয়নি বলে দাবি করেছিলেন তাঁরা। একইসঙ্গে এও বলেন, ‘গণতন্ত্রের হত্যা’ করা হয়েছে। তবে, সরকার সমাজবাদী পার্টির সেই অভিযোগ মানতে চায়নি। সংসদ বিষয়ক মন্ত্রী সুরেশ কুমার খান্না এই প্রসঙ্গে কটাক্ষ করে জানান, ‘সমাজবাদী পার্টির কাজই চিৎকার করা। রাজ্যে আইনের শাসন রয়েছে।’ উত্তরপ্রদেশের দু’টি বিধানসভা আসনের একটিতে জিতল রাষ্ট্রীয় লোকদল, অন্যটিতে বিজেপি। খাটাউলি বিধানসভায় উপরনির্বাচ জিতলেন আরএলডি প্রার্থী মদন ভাইয়া। যদিও হাড্ডাহাড্ডি লড়াই হয় বিজেপির রাজকুমার সাইনির সঙ্গে। এদিকে ওড়িশায় বিজেপিকে পিছনে ফেলে ১ আসনের উপনির্বাচনে এগিয়ে বিজু জনতা দল। ইতিমধ্যে পদমপুর বিধানসভার ৫৭.৬৭ শতাংশ ভোট নিজেদের দখলে নিয়েছে বিজেডি। বিজেপি পেয়েছে ৩৭.৭৩ শতাংশ ভোট। ছত্তিশগড়ের একটি আসনে বিজেপির থেকে অনেকটাই এগিয়ে কংগ্রেস। এখনও পর্যন্ত ভানুপ্রতাপপুরের আসনে ৪৪.৩ শতাংশ ভোট কংগ্রেসের দখলে। জয় নিশ্চিত। রাজস্থানে সর্দারশহর বিধানসভা আসনে ৩০ হাজার ভোটে এগিযে কংগ্রেস। বিজেপির ভরাডুবি নিশ্চিত। যদিও বিষয়টা খানিক বদলাচ্ছে বিহারে এসে। গেরুয়া প্রার্থী কেদার প্রসাদ গুপ্ত আড়াই হাজার ভোটে এগিয়ে । সম্ভবত তিনিই জিতছেন এই আসনটিতে। তাও কোথাও একটা মনে হচ্ছে গুজরাত ছাড়া অন্য কোথাও বিজেপির সেই দাপট দেখা গেল না। যদিও হিন্দুত্ববাদ, দেশাত্ববোধ এবং তার কারিগর মোদিকে কম প্রচার করেনি গেরুয়া শিবির। ফলে কোথাও একটা প্রশ্ন থেকেই গেল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 5 =