হুগলি : শনিবার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লো বাস। এদিন সকালে এই দুর্ঘটনা ঘটে হুগলির পুরশুড়ার হরিহরে।
যাত্রিবাহী বাসটি পানসিউলি থেকে তারকেশ্বর যাচ্ছিল। সে সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ধারে উল্টে যায় বাসটি।
এই ঘটনার জেরে প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।