অন্ধ্রে বাইকের সঙ্গে সংঘর্ষের পর চলন্ত বাসে আগুন; মৃত অন্তত ২৫, শোকাহত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

কুর্নুল : অন্ধ্রপ্রদেশে যাত্রীবোঝাই বাসে আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন কমপক্ষে ২৫ জন। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে শুক্রবার ভোরে একটি বাইকের সঙ্গে ধাক্কার লাগার পর বাসটিতে আগুন ধরে যায়। বাসটি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। তাতে ৪০ জন যাত্রী ছিলেন। আশঙ্কা করা হচ্ছে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের। আহতও অনেকে।

পুলিশ সূত্রে খবর, দ্রুত গতির বাসটির সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। বাসের সামনে আটকে যায় সেটি। ওই অবস্থায় কিছু দূর যাওয়ার পরেই আগুন ধরে যায় বাসটিতে। ঘটনাচক্রে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি বাতানুকূল (এসি) ছিল। যাত্রীদের অনেরকেই জানলা ভেঙে লাফিয়ে প্রাণ বাঁচান। অনেক যাত্রী বাসে আটকে পড়েন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে এক্স মাধ্যমে জানিয়েছেন, “অন্ধ্রপ্রদেশের কুর্নুলে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহত ও আহতদের পরিবারপিছু আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, “অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি অত্যন্ত শোকাহত। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রতিটি নিহতের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।”

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও এই দুর্ঘটনায় শোকাহত। এক্স মাধ্যমে তিনি জানান, “কুর্নুল জেলার চিন্না টেকুর গ্রামের কাছে ভয়াবহ বাস দুর্ঘটনার খবর পেয়ে আমি মর্মাহত। যারা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। সরকার আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =