নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: সোমবার রাতে বর্ধমানের কাঞ্চননগর এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় বিলুপ্তপ্রায় প্রজাতির একটি খরগোশের শাবক। জংলি খরগোশ বা ব্ল্যাক ন্যাপেড হেয়ার নামে পরিচিত ওই খরগোশ। এক সময় প্রচুর সংখ্যায় দেখা যেত এই প্রাণীটিকে। বর্তমানে চোরা শিকারীদের দৌরাত্ম্য, এর জন্য বিপন্নতার দোরগোড়ায় এই প্রজাতিটি।
জানা গিয়েছে, বর্ধমানের কাঞ্চননগর এলাকায় শেয়ালের তাড়া খেয়ে কার্তিক দাস নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে যায় খরগোশটি। তিনি খবর দেন বার্ডোয়ান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ারকে। খবর পেয়েই সোসাইটির সদস্যরা পৌঁছে যান ওই এলাকায় । তাঁরা উদ্ধার করে নিয়ে যান খরগোশটিকে। আপাতত কিছুদিন ওই খরগোশটি তাঁদের তত্ত্বাবধানে থাকবে এবং বড় হলে ওই এলাকারই জঙ্গলে খরগোশটিকে দেওয়া হবে বলে জানিয়েছেন ওয়েলফেয়ারের সদস্যরা।
তবে আরও শাবক এবং বড় খরগোশ ওই এলাকায় রয়েছে বলে মনে করছেন প্রাণী প্রেমীরা। দীর্ঘ সময় পরে ফের এই ধরনের প্রাণীকে দেখতে পেয়ে উৎসাহিত সকলে।