নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। এবার প্রথম দশে রয়েছেন ৫৭ জন। পাশের হারে এগিয়ে কালিম্পং। তারপর রয়েছে মেদিনীপুর এবং কলকাতাও।
শহর বর্ধমানের বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইßুñলে দেবজ্যোতি ভট্টাচার্য রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে, মাধ্যমিক পরীক্ষায় ৬৮৬ নম্বর পেয়ে। তার বাড়ি ছোটনীলপুর এলাকায়। দেবজ্যোতি ভট্টাচার্যের চিকিৎসক হওয়ার ইচ্ছে। বাবা পেশায় দাঁতের চিকিৎসক মানিক ভট্টাচার্য, মা দীপা ভট্টাচার্য গৃহবধূ।
পাশাপাশি শহর বর্ধমানের বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইßুñলের ইন্দ্রানী চক্রবর্তীও অষ্টম স্থান অধিকার করেছে। শুধু পড়াশোনা নয়, হাতের কাজেও বেশ পটু ইন্দ্রানী। তারও স্বপ্ন ভবিৎষতে চিকিৎসক হবে। বাবা পেশায় পঞ্চায়েত কর্মী দেবপ্রসন্ন চক্রবর্তী, মা হরিপ্রিয়া চক্রবর্তী গৃহবধূ। অন্যদিকে বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই ßুñলেরই সম্পূর্ণা তা, রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করেছে। তার ইচ্ছা সায়েন্স নিয়ে পড়াশোনা করার।