ফের এনসিএ-তে ছুটলেন বুমরা, মাথায় হাত মুম্বই ইন্ডিয়ান্সের

রাত পোহালেই শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে ইডেনে মুখোমুখি কলকাতা এবং বেঙ্গালুরু। তবে তার আগে জসপ্রীত বুমরাকে নিয়ে সামনে এল বড় আপডেট। জানা গিয়েছে, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা তারকা পেসার ফের বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ফিরে গেছেন। জানা গিয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে তিনি কতটা ফিট, আদৌ তিনি খেলতে পারবেন কিনা টুর্নামেন্টে তার মূল্যায়ন করতেই গিয়েছেন তিনি। বর্তমানে বুমরা পিঠের গুরুতর চোট থেকে সেরে ওঠার পর আইপিএলে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।

এই নিয়ে অল্প সময়ের মধ্যে দ্বিতীয়বার তিনি এনসিএ-তে গেলেন। সেখানে তাঁর চোট খতিয়ে দেখবে মেডিক্যাল বোর্ড। পুরোপুরি ফিট থাকলে তবেই তাঁকে আইপিএলে খেলার অনুমোদন দেওয়া হবে। বুমরার আগের বারের এনসিএ সফরের সময় বোলিং করাকালীন কিছুটা অস্বস্তি অনুভব করেছিলে। যে কারণে চিকিৎসকরা তাঁকে নির্দিষ্ট কিছু ব্যায়াম করার পরামর্শ দেন এবং একটি ফলো-আপ মূল্যায়ন নির্ধারণ করেন। তবে বর্তমানে, বুমরার অবস্থা সম্পর্কে ইতিবাচক মনোভাব দেখা গিয়েছে। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বুমরার রিহ্যাব।

তাঁর আইপিএলে অংশগ্রহণ নির্ভর করছে কোনও অস্বস্তি ছাড়াই বল করতে পারেন কি না, তার ওপর। যদি তিনি পুরোপুরি সুস্থ বোধ করেন, তাহলে আইপিএলে খেলার সবুজ সংকেত মিলতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে, যার ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম দুটি ম্যাচে নাও থাকতে পারেন বুমরা। তারকা পেসারের দিকে। নজর রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স এবং বিসিসিআইও। আইপিএলের পরেই ইংল্যান্ড সিরিজ রয়েছে। যে কারণে জাতীয় দলের সম্পদকে নিয়ে কোনও রকম তাড়াহুড়ো করতে চায় না বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 10 =