শীঘ্রই জাতীয় দলে প্রত্যাবর্তন হতে চলেছে ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরার। মাঝে আর একটা দিন। ১৮ অগস্ট আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে মেন ইন ব্লুর জার্সিতে জাতীয় দলে ফিরতে চলেছেন বুমরা। আইরিশদের বিরুদ্ধে ভারতীয় টিমকে তিনি নেতৃত্ব দেবেন। এক ঝাঁক তরুণ ক্রিকেটার এ বারের আয়ার্ল্যান্ড সফরে গিয়েছেন। আইরিশদের বিরুদ্ধে নামার জন্য ডাবলিনে প্রস্তুতি শুরু করে দিলেন জসপ্রীত বুমরা, রিঙ্কু সিংরা। ডাবলিনে মেন ইন ব্লু আয়ার্ল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছে। নেতা হিসেবে জাতীয় দলে প্রত্যাবর্তন হচ্ছে জসপ্রীত বুমরার। বিসিসিআইয়ের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া সাইট X (যা টুইটার নামে পরিচিত) এ একটি ভিডিয়ো শেয়ার করে ক্রিকেট প্রেমীদের কাছে জানতে চাওয়া হয়েছে, ‘জসপ্রীত বুমরাকে অ্যাকশনে দেখার জন্য কতটা তৈরি?’ এখানেই শেষ নয়, X সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জসপ্রীত বুমরার নেটে বোলিংয়ের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। তার ক্যাপশনে লেখা হয়েছে, ‘যে মুহূর্তটির জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। জসপ্রীত বুমরাকে আবার আগের মতো ছন্দে আমরা দেখতে পাচ্ছি। তাঁকে যেভাবে দেখতে আমরা অভ্যস্থ।’ আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ভারতের স্কোয়াড – জসপ্রীত বুমরা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, জীতেশ শর্মা, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, মুকেশ কুমার, আবেশ খান। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য আয়ার্ল্যান্ডের স্কোয়াড – পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বলবির্নি, মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, জস লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, লরকান টাকার, থিও ভ্যান ওয়েরকম, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।