নিজস্ব প্রতিবেদন, লাউদোহা: পাণ্ডবেশ্বর বিধানসভার বালিজুড়ি গ্রামে আজ থেকে প্রায় ৩২১ বছর আগে শুরু হয়েছিল মা নবীনা কালীর পুজো। বালিজুড়ি গ্রামে কবিরাম মুখোপাধ্যায় নামে এক সাধক ছিলেন। তাঁর পিতার নাম ছিল নবীন মুখোপাধ্যায় এবং আজ থেকে আনুমানিক প্রায় ৩২১ বছর আগে পিতার নাম অনুসারে কবিরাম মুখোপাধ্যায় নবীনাকালীর পুজোর প্রতিষ্ঠা করেন।
স্থানীয় বাসিন্দা তথা মুখোপাধ্যায় পরিবারের সদস্য পিনাকী মুখোপাধ্যায় জানান, মায়ের মন্দিরের পাশেই রয়েছে সাধক কবিরাম মুখোপাধ্যায়ের সমাধি। কথিত আছে, সেখানেই রয়েছে পঞ্চমুন্ডিআসন এবং সাধক কবিরাম মুখোপাধ্যায়ের সমাধির পরই সেখানে জন্ম হয় একটি বিল্ল বৃক্ষের, সেই বৃক্ষ আজও বিদ্যমান। বালিজুড়ি গ্রামের নবীনা কালীপুজোয় ছাগ বলিদানের পাশাপাশি মহিষ বলির রীতিও রয়েছে। এই নবীনা কালীর পুজো ঘিরে এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়।