নয়াদিল্লি : কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার লোকসভায় বাজেট পেশ হওয়ার পর ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “গত ১০ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। এই বাজেট নতুন মধ্যবিত্তের ক্ষমতায়নের জন্য।
এই বাজেট থেকে তরুণরা সীমাহীন সুযোগ পাবে। এই বাজেট থেকে শিক্ষা ও দক্ষতা নতুন মাত্রা পাবে। এই বাজেট নতুন মধ্যবিত্তকে শক্তি দেবে…এই বাজেট নারী, ক্ষুদ্র ব্যবসায়ী, এমএসএমইকে সাহায্য করবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, “এই বাজেট সমাজের প্রতিটি ক্ষেত্রকে শক্তি দেবে।” প্রধানমন্ত্রীর কথায়, “আমি এই গুরুত্বপূর্ণ বাজেটের জন্য দেশবাসীকে অভিনন্দন জানাই, যা দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও সমগ্র টিম অভিনন্দন পাওয়ার যোগ্য। এই দূরদর্শী বাজেট আমাদের সমাজের প্রতিটি স্তরকে উন্নীত করবে এবং ক্ষমতায়ন করবে, সবার জন্য উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করবে।”