মহিলাদের জন্য বিশেষ ছাড় বাজেটে, ৭.৫ শতাংশ সুদ দেওয়ার ঘোষণা

২০২৩-২৪ ওর বাজেটে মহিলাদের সর্বাঙ্গীন উন্নতিতে বিশেষ কিছু পদক্ষেপ করা হল সরকারের তরফ থেকে। যার প্রথমেই আসছে বর্তমান অর্থবছরে শুরু হতে চলা মহিলাদের জন্য সঞ্চয় প্রকল্প।অর্থবছর ২০২৩-২৪ এর বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বুধবার তার বাজেট বক্তৃতায় ঘোষণা করেন মহিলাদের জন্য এই প্রকল্প। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, যে এই প্রকল্পে যোগদান করতে ২ লক্ষ টাকা ২ বছরের বছরের জন্য বিনিয়োগ করতে হবে। এই প্রকল্পে ২ বছরে ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে। প্রকল্পটির নাম রাখা হয়েছে মহিলা সম্মানপত্র।

প্রসঙ্গত, ২০২৪-এ লোকসভা নির্বাচনের আগে বিজেপির এটা একটা মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন অর্থনীতিবিদ থেকে রাজনীতিবিদরা। কারণ,লোকসভা ভোটের আগে এটাই মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। শুধু তাই নয়, এই বছরেই রয়েছে দেশের ৯টি রাজ্যের বিধানসভা ভোট। সেখানে মবিলা ভোটারদের মন জয় করতে এর থেকে ভাল আরও কোনও পদক্ষেপ হতে পারে না। আর সেই কারণেই এবারের এই বাজেট আগামী লোকসভা ও বিধানসভা ভোটকে মাথায় রেথে যে কেন্দ্র তৈরি করেছে তা এমন কিছু পদক্ষেপ দেখে স্পষ্ট। শুধু তাই নয়, মহিলা, আদিবাসী জনজাতির ওপরেও বিশেষ লক্ষ্য দেওয়া হয়েছেএবারের বাজেটে। উপজাতি গোষ্ঠীর সামাজিক-অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে পিএম ভালনারেবল ট্রাইবাল গ্রুপ মিশনও শুরু করতে চলেছে সরকার।একইসঙ্গে ঐতিহ্যবাহী কারিগর এবং কারিগরদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান দেওয়া হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর বাজেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 6 =