আগের চেয়ে ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য

কলকাতা: আগের চেয়ে এখন কিছুটা ভালো আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।মাঝেমাঝেই অবশ্য তাঁকে বাইপ্যাপ সাপোর্ট দিচ্ছেন চিকিৎসকেরা। নিজে থেকে কথাও বলছেন বুদ্ধদেব। খবর হাসপাতাল সূত্রে।

চিকিৎসকেরা জানিয়েছেন, একটানা অনেক ক্ষণ বাইপ্যাপ সাপোর্ট রাখতে হচ্ছে না। মাঝেমাঝেই তা খুলে দেওয়া হচ্ছে। সেই সময় নিজে থেকেই শ্বাস-প্রশ্বাস চালাতে পারছেন। রাতে বুদ্ধদেবের সঙ্গে ছিলেন তাঁর দীর্ঘ দিনের সঙ্গী তপনবাবু। তাঁর সঙ্গেও কথা বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

গত শনিবার যখন হাসপাতালে আনা হয়েছিল সে সময় সঙ্কটজনক অবস্থায় ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।একসময় ভেন্টিলেশন দেওয়া হয় তাঁকে। তাঁর চিকিত্সায় বিশেষ বোর্ড গঠন হয়। সোমবার থেকেই শরীর ইতিবাচক সাড়া দিচ্ছিল। মঙ্গলবার আগের চেয়ে আরও একটু ভালো তিনি। নিজের কী কী শারীরিক সমস্যা হচ্ছে, তা-ও জানাচ্ছেন বুদ্ধদেব। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রাও ঠিকই আছে।

জানা গিয়েছে, আপাতত পাঁচ দিনের অ্যান্টিবায়োটিকের ডোজ চলবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তার পর খতিয়ে দেখা হবে কেমন থাকেন তিনি। চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, এখনও তাঁকে নিজে থেকে খাওয়ানো হচ্ছে না। রাইলস টিউব দিয়েই খাবার প্রবেশ করছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে। রাতেই তাঁকে পালমোনারি ফিজিয়োথেরাপি করানো হয়েছিল। এর ফলে স্বাভাবিক ভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারবেন বুদ্ধদেব। মঙ্গলবার আলিপুরের বেসরকারি হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর খোঁজ নিতে আসেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় প্রমুখ।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 2 =