নদিয়া সীমান্তে ৩৫.৪৩ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করল বিএসএফ, আটক ৫

অভিযান চালিয়ে সোনা পাচারের (smuggling) অভিযোগে পাঁচ মহিলাকে আটক করেছে বিএসএফ । তাদের কাছ থেকে ৩৫.৪৩ লাখ টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার রাতে নদিয়া সীমান্তে ভূমি কাস্টম স্টেশনে সোনার অলঙ্কার নিয়ে ভারতে আসার সময় চার মহিলা আটক করা হয়। গেদে রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয় আরেক সঙ্গীকে। বাজেয়াপ্ত গয়নার মধ্যে রয়েছে আটটি ব্রেসলেট, সাতটি চুড়ি ও তিনটি আংটি। যার মোট ওজন ৬৯৬.৭৩০ গ্রাম এবং দাম ৩৫ লাখ ৪৩ হাজার ৮৭ টাকা। ধৃতেরা হলেন আল্পনা মুখার্জি (৫০), সোনিয়া লাল (৩৪), তুয়া সাহা (৩৬), পূজা দত্ত (৪১), মুন্নি চৌধুরী (২৭)৷ তারা সবাই কলকাতা ও নদীয়া জেলার বাসিন্দা। ধৃত এক মহিলা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তিনি ঢাকা থেকে অমিত দেব নামে এক ব্যক্তির কাছ থেকে এসব সোনার গয়না নিয়েছিলেন এবং ভারতে পৌঁছনোর পর গেদে রেলস্টেশনে মুন্নি চৌধুরীকে দেওয়ার কথা ছিল। অমিত দেবের নির্দেশ অনুসারে গয়না সংগ্রহের জন্য গেদে রেলস্টেশনে পূজা দত্ত এবং আল্পনা মুখার্জির জন্য অপেক্ষা করছিলেন। আটক মহিলা ও বাজেয়াপ্ত সোনা সহ বনপুর শুল্ক দপ্তরে হস্তান্তর করা হয়েছে।
সোমবার, বিএসএফের তরফে বলা হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে চোরাচালানের সঙ্গে জড়িতদের সমস্যায় পড়তে হচ্ছে, কেউ কেউ ধরা পড়ছে। সীমান্ত নিরাপত্তা বাহিনী কোনো অবস্থাতেই চোরাচালান হতে দেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 11 =