ব্যারাকপুর: মণিপুরে হিংসা অব্যাহত। সেখানেই ডিউটি করতে গিয়ে শহিদ হলেন ভাটপাড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান রঞ্জিত যাদব (৩৬)। জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে বিদ্রোহীদের একটি দলের সঙ্গে সংঘর্ষে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ওই জওয়ানের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন অসম রাইফেলসের দুই কর্মীও। ঘটনাটি ঘটেছে মণিপুরের সেরোতে। সূত্র বলছে, সোমবার রাতে ‘এরিয়া ডমিনেশন’ অভিযানে গিয়েছিল অসম রাইফেলস, বিএসএফ এবং মণিপুর পুলিশের যৌথ বাহিনী। রাতভর বিদ্রোহীদের একটি গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় গোলাগুলি চলে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে টক্কর দিতে না পারায় পিছু হঠতে বাধ্য হয় বিদ্রোহীরা। যদিও দেশের সেবা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রঞ্জিতের।
ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ২২ নম্বর সুগিয়া পাড়ায় তাঁর বাড়ি। মৃত জওয়ানের স্ত্রী কৌশল্যা দেবী জানান, এদিন সকাল সাতটা নাগাদ এক বিএসএফ কম্যান্ডার ফোন করে জানায় গুলি লেগে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। কান্নায় ভেঙে পড়া কৌশল্যা দেবী বলেন, ‘কর্ণাটকে নির্বাচন শেষে ১২ দিন আগে মণিপুরে কাজে যোগ দিয়েছিল। পরিবারের একমাত্র রোজগেরে রঞ্জিতের মৃত্যুতে শোকাহত পরিবার।’ মৃতের শ্যালক রাম অবতার যাদব বলেন, ‘সকালে বোনের কাছ থেকে ভগ্নিপতির মৃত্যুর খবর পেয়ে দুর্গাপুর থেকে ছুটে এসেছি। দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছে তাঁর ভগ্নিপতি। বোন পরিবার নিয়ে কীভাবে সামলাবে, সেটা সরকারের ভেবে দেখা উচিত।’ জানা গিয়েছে, মৃতের বৃদ্ধ বাবা-মা ছাড়াও দুই অবিবাহিতা বোন ( একজন অন্ধ), বেকার ভাই এবং ১০ বছরের পুত্র আয়ূশ বর্তমান।