মণিপুরে ৮২ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার ১

ইমফল: প্রায় ৮২ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়েছে মণিপুরে। মাদক পাচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাজ্য পুলিশের সদর দপ্তরের জনৈক শীর্ষ আধিকারিক জানান, রবিবার মধ্যরাত প্রায় ১২.৩০ মিনিটে ৮ নম্বর ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবি)-এর কমান্ড্যান্ট এন নিমাই-এর নেতৃত্বে, এনএবি এবং পুলিশের এক দল লিলং চিংখাম মাখা লেইকাই এলাকায় হানা দিয়ে মাদক উৎপাদনের ডেরাকে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারমূল্যের প্রায় ৮২ কোটি টাকার ৫৪.৬৮৫ কেজি ব্রাউন সুগার ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে অভিযানকারী দল। এছাড়া, অবৈধ মাদক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক, বাসন, গ্যাস বার্নার, সিলিন্ডার এবং মোবাইল ফোনের হ্যান্ডসেট ইত্যাদি আরও অনেক অপরাধমূলক জিনিসও বাজেয়াপ্ত করা হয়েছে।
তিনি জানান, লিলং থানার অন্তর্গত লিলং চিংখাম মাখায় অবৈধ ওষুধ তৈরির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জনৈক ইমেম বিবির (৪৯) বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে ইরং উমাং এলাকার ইউখাইবাম বসির আহমাদের ছেলে ইউমখাইবাম মুস্তাফা (১৯) নামের একজনকে আটক করে দলটি।
শীর্ষ আধিকারিক জানান, তদন্ত করে দেখা গেছে, ইমেম বিবির বাড়ি চত্বরে অবৈধভাবে সন্দেহভাজন ব্রাউন সুগার তৈরি করত ইউমখাইবাম মুস্তফা। বাজেয়াপ্ত মাদক ও অন্যান্য সামগ্রী সহ অভিযুক্তকে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য লিলং থানায় হস্তান্তর করা হয়েছে, জানান শীর্¡ পুলিশ আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =