বীরভূম : দাদাকে খুনের অভিযোগে গ্রেফতার হল ভাই। সোমবার রাতে চাতরা রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম প্রদীপ মাল। বাড়ি মুরারই থানার দক্ষিণ কাশিলা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় দক্ষিণ কাশিলা গ্রামে ধানজমি থেকে উদ্ধার হয় সুদীপ মাল নামে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ। ওই ঘটনায় সুদীপের দাদা সন্দীপ মাল খুনের অভিযোগ দায়ের করেন আর এক ভাই প্রদীপ ও সুদীপের বউ রচনা মালের বিরুদ্ধে।
পুলিশ রচনাকে রবিবার গভীর রাতে নলহাটি থানার গোঁসাইপুর থেকে গ্রেফতার করলেও প্রদীপ ঘটনার পরে ফেরার ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সোমবার রাতে চাতরা রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করে।

