নিজস্ব প্রতিবেদন, পাণ্ডবেশ্বর: ধনতেরাসের দিন জমজমাট খনি অঞ্চল পাণ্ডবেশ্বর অণ্ডাল এলাকার বাজার। ধনতেরাসের দিন নতুন জিনিস কিনলে ঘরে লক্ষ্মী আসে এমনটাই প্রবাদ রয়েছে। তবে এদিন খনি অঞ্চল পাণ্ডবেশ্বর ও উখরার বাজারে দেখা গেল একেবারে ভিন্ন চিত্র। বাজারেû দেদার বিকোচ্ছে নানান ধরনের ঝাড়ু। ধনতেরাসের দিন যেদিন লক্ষ্মীর বাড়িতে আসার কথা সেদিন ঝাড়ু বিক্রি হচ্ছে।
এক ঝাড়ু ব্যবসায়ীর দাবি, যাঁরা আর্থিকভাবে অস্বচ্ছল নয়, অথচ ধনতেরাসের দিন নতুন কিছু কিনতে চান তাঁরাই ঝাড়ু কেনেন। অন্তত নতুন একটা জিনিস আসে বাড়িতে । কিন্তু অন্য কথা বললেন ঝাড়ু কিনতে আসা এক মহিলা। তিনি জানান, পরিষ্কার পরিচ্ছন্নতায় মা লক্ষ্মীর বাস। আর ঝাড়ু দিয়েই বাড়ি এবং তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। পুরোনো ঝাড়ুকে বিদায় দিয়ে কেনা হয় নতুন ঝাড়ু । এই নতুন ঝাড়ুটির পুজোও করা হয়। তিনি জানান, মা লক্ষ্মীর আগমনের আগে বাড়ি এবং তার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যেটির প্রয়োজন সেটি একমাত্র ঝাড়ু । তাই ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে লক্ষ্মী আসে বাড়িতে। এ কারণেই বাঙালি ও অবাঙালি নির্বিশেষে ধনতেরাসের দিন সোনাদানা যায় কিনুক একখানা ঝাড়ু কিনবেই।