বিজেপিকে ক্ষমতায় আনুন, তিন লক্ষ টাকার বাড়ি দেওয়া হবে: শুভেন্দু অধিকারী

ঝাড়গ্রাম : বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনলে তিন লক্ষ টাকা ব্যায়ে বাড়ি তৈরি করে দেওয়া হবে—এই আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাকড়া এলাকায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’-তে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। এছাড়াও মঞ্চে ছিলেন বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা সভাপতি তুফান মাহাতো, নেতা তুষার মুখার্জি, ডা. প্রণত টুডু-সহ অন্যান্যরা।

সভায় শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, জঙ্গলমহলে একসময় যাঁদের ‘মাওবাদী’ আখ্যা দিয়ে দমন করা হয়েছিল, আজ তাঁরাই তৃণমূলের নেতা। তিনি অভিযোগ করেন, এই অঞ্চলে ব্যাপক হারে অবৈধ বালি লুট, জঙ্গল ধ্বংস ও দুর্নীতি চলছে। কিছুদিন আগে ইডি অভিযানে বালিখাদান সংক্রান্ত এক ঘটনায় বিপুল নগদ অর্থ ও স্বর্ণ উদ্ধারের প্রসঙ্গও তোলেন তিনি।

তিনি বলেন, রাজ্যে কাজের অভাবে জঙ্গলমহলের যুবকরা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে। সরকার শুধু ভাতা নির্ভর রাজনীতি করছে, প্রকৃত উন্নয়ন হয়নি। আদিবাসী ও কুড়মি সমাজকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজনের রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

স্বাস্থ্য ও আবাসন প্রকল্প প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, আয়ুষ্মান ভারত রাজ্যে চালু করতে হলে পরিবর্তন দরকার। ‘স্বাস্থ্যসাথী’ কার্ডে সঠিক চিকিৎসা মিলছে না বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, এক লক্ষ কুড়ি হাজার টাকায় বাড়ি সম্ভব নয়, বিজেপি সরকার এলে তিন লক্ষ টাকা দিয়ে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেক বাড়িতে সৌরবিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

উল্লেখ্য, সাঁকরাইল ব্লকের বাকড়া এলাকায় প্রায় ১২৫টি পরিবারের প্রায় ৪০০ একর জমির দলিল জালিয়াতির অভিযোগ সামনে আসে। জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়ো উত্তরাধিকার শংসাপত্রের মাধ্যমে জমি হস্তান্তরের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করেছে।

অন্যদিকে, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রসুন ষড়ঙ্গী বলেন, বিজেপির পাশে মানুষের সমর্থন নেই। নির্বাচন এলেই তারা মিথ্যা প্রতিশ্রুতি দেয়। মানুষ সব বোঝে বলেই এই ধরনের রাজনীতিকে প্রত্যাখ্যান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 8 =