নিজস্ব প্রতিবেদন, পাণ্ডবেশ্বর: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বরে। ,খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে খবর, ২০০৪ সালে বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত দুর্লভপুর গ্রামের বাসিন্দা জরিনা বিবির সঙ্গে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত নিমসা গ্রামের শেখ মইনউদ্দিনের বিয়ে হয়। মৃতার দাদা শেখ নুরেল অভিযোগ করেন, তাঁদের দাম্পত্য জীবন একবছর ভালো চললেও তারপর থেকে শারীরিক মানসিক ভাবে অত্যাচার চালাতেন শ্বশুর বাড়ির লোকজন।
বৃহস্পতিবার দুপুর নাগাদ মৃতার দাদা শেখ নুরেলের কাছে ফোন আসে তাঁর বোন গলায় ফাঁস লাগিয়েছেন, ঠিক তার কিছুক্ষণের মধ্যেই তাঁর বোনের মৃত্যু হয়েছে এই খবর পান তিনি। এই খবর পাওয়া মাত্রই তিনি পাণ্ডবেশ্বর থানার নিমসা গ্রামে পৌঁছন, খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশকে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ দেহ উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। শুক্রবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ লিখিত অভিযোগ পেয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ময়না তদন্তের পরই জানা যাবে আসল মৃত্যুর কারণ। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।