বিয়েতে অমত পাত্রীপক্ষের, জোর করে পাত্রীকে তুলে নিয়ে যেতে এসে গ্রেফতার পাত্র-সহ তিনজন 

কুলতলি : পছন্দের পাত্রীকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগে গ্রেফতার পাত্র। পাত্রকে এই ঘটনায় সঙ্গ দিতে এসে গ্রেফতার আরও দুই সহযোগী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার গোপালগঞ্জ এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।

পাত্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। মাস দুয়েক আগে মায়ের সাথে ব্যাঙ্কে গিয়েছিল সে। সেখানে তাকে দেখে পছন্দ হয় এক মহিলার। তিনি পাত্রীর মাকে তাঁর ছেলের জন্য বিয়ের প্রস্তাব দেন ও তাঁদের বাড়িতে কথা বলতে যাওয়ার আমন্ত্রণ জানান। মায়ের কথামতো মেয়েটি তার মোবাইল থেকে ছেলেটির মোবাইলে তার ছবি পাঠায়। এরপর মেয়েটির বাড়ির লোকজন পাত্র দেখতে গেলে তাকে পছন্দ হয়নি। বিয়ের প্রস্তাব তারা নাকচ করে দেন।

অভিযোগ এরপর থেকে মেয়েটিকে উত্যক্ত করতে থাকে অভিযুক্ত যুবক। মেয়েটিকে একাধিকবার প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। নিজেও তার বাড়ির সামনে আত্মহত্যার হুমকি দেন ওই যুবক। এরইমধ্যে শনিবার রাতে কয়েকজনকে নিয়ে মেয়েটির বাড়িতে চড়াও হয় সে। তাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রতিবেশীদের সাহায্যে তা কোনওরকমে আটকে পুলিশে খবর দেন পাত্রীর বাড়ির সদস্যরা। খবর পেয়ে কুলতুলি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। অভিযুক্ত যুবক ও তার দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 17 =