এমবিবিএস পরিচয়ে নার্সকে বিয়ের অভিযোগে শ্রীঘরে বর

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: সূত্রের খবর মুর্শিদাবাদের খড়বাড়ি গ্রামের বাসিন্দা বাপি চাঁদপারি, পেশার দুধ বিক্রেতা। নিজেকে এসএসকেএমের ডাক্তার পরিচয় দিয়ে জয়পুরের বাসিন্দা কল্যাণী এইমসে কর্মরত এক নার্সকে প্রেমের জালে ফাঁসান বলে অভিযোগ। ফেসবুকে পরিচয় হয়ে দীর্ঘ ছ’মাস চলে প্রেমালাপ। অবশেষে প্রেম থেকে সিদ্ধান্ত হয় দু’জনের বিয়ের। বৃহস্পতিবার রাতে আসে সেই মাহেন্দ্রক্ষণ।
জানা গিয়েছে, বরযাত্রী সমেত মুর্শিদাবাদ থেকে ডাক্তার পরিচয়ে বিয়ে করতে আসেন জয়পুরে। সবকিছু ঠিকঠাকই চলছিল। দাবি, সিঁদুর দানের আগেই মেয়ের বাড়ির লোক বরযাত্রীদের কাছ থেকে জানতে পারেন বাপি চাঁদপারি ভুয়ো চিকিৎসক তিনি পেশায় দুধ বিক্রেতা। এরপরেই নতুন বধূ সেজে কন্যার পরিবারের লোকজন এবং আত্মীয়দের রোষের মুখে পড়েন ভুয়ো চিকিৎসক বর। তাঁকে আটকে রেখে খবর দেওয়া হয় জয়পুর থানায়।
তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় জয়পুর থানা পুলিশ। বরকে উদ্ধার করে নিয়ে আসা হয় জয়পুর থানায়। প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় বরকে। অভিযোগ পেয়ে সমগ্র বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জয়পুর থানা পুলিশ। অভিযুক্তকে শুক্রবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় জয়পুর থানা পুলিশের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + one =