হাওড়া : প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে প্রেমিকের যৌনাঙ্গে ধারাল অস্ত্রের কোপ বসাল প্রেমিকা! এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাওড়ার ডোমজুড়ের পার্বতীপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডোমজুড়ের পার্বতীপুরের বাসিন্দা শেখ কাইফ (২৪) ও সুমাইয়া খাতুনের (২০) মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, সুমাইয়া শনিবার রাতে শেখ কাইফকে বাড়ির কাছে ডেকে পাঠায়। সেখানে যেতেই কাইফের যৌনাঙ্গ ধারাল অস্ত্র দিয়ে কোপায় সুমাইয়া, এমনটাই অভিযোগ।
বিষয়টি জানাজানি হতেই কাইফকে উদ্ধার করেন স্থানীয়রা। গুরুতর জখম অবস্থায় প্রথমে ডোমজুড় হাসপাতালে ভর্তি করানো হয় কাইফকে। সেখান থেকেই তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। এখন সেখানেই চিকিৎসা চলছে কাইফের। তাঁর প্রেমিকা সুমাইয়াকে আটক করেছে ডোমজুড় থানার পুলিশ।