নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: খেলার মাঠে বেপরোয়া গাড়ি চালকের গতির বলি হল এক বালক। মৃতের নাম প্রিয়ম প্রামাণিক (৬)। প্রতিবাদে হাসপাতাল চত্বরে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। ঘটনায় গ্রেপ্তার ২, আটক গাড়ি। ধৃতরা হলেন অভিন¨ন মুখোপাধ্যায় ও চ¨ন রায়।
জানা গিয়েছে, বিষ্ণুপুর শহরের নেতাজি নগর কলোনিতে তারামা খেলার মাঠে বিকেলে খেলা করছিল বড়দের সঙ্গে একদল বালক। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, খেলার মাঠে দাঁড়িয়ে ছিল একটি চারচাকা গাড়ি। তাতে ছিলেন গাড়ির মালিক ও তাঁর বন্ধু, গাড়িটি স্টার্ট না হওয়ার কারণে গাড়িটিকে ঠেলে দেওয়ার জন্য মাঠে খেলা কয়েকজন যুবককে ডাকেন গাড়িচালকের বন্ধু চন্দন রায়। ওই যুবকরা গাড়িটি ঠেলার পর গাড়িটি স্টার্ট হয়ে যায়। এরপর হঠাৎ করেই গাড়ির স্টিয়ারিংয়ে থাকা চন্দন রায় দ্রুতগতিতে মাঠের মাঝখানে যেখানে ছোটরা খেলা করছিল সেই বরাবর নিয়ে যেতে থাকে গাড়িটি। প্রিয়ম প্রামাণিক নামের বছর ছয়ের একটি বালককে গিয়ে সজোরে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি স্থানীয়রা তাকে নিয়ে আসে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক ক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হয় হাসপাতাল চত্বরজুড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিষ্ণুপুর থানার পুলিশ। মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ।