কোহলিকে বোলাররা আর ভয় পায় না, বিতর্কিত মন্তব্য আকাশ চোপড়ার

১৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ৭০টি শতরান। তিন ফরম্যাটেই ৫০-এর উপর গড়। তবুও ৭১তম শতরান পেতে তিন বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। বাইশ গজের যুদ্ধে বিরাট কোহলির সেই আগ্রাসী মানসিকতা, সেই পুরনো মস্তানি যেন কর্পূরের মতো উবে গিয়েছে। স্বভাবতই কোহলির ‘বিরাট’ ব্যর্থতা নিয়ে সমালোচনা বেড়েই চলেছে। এ বার সেই সমালোচকদের তালিকায় নাম লিখিয়ে ফেললেন আকাশ চোপড়া। টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনাররে দাবি, বিরাটকে নাকি এখন আর বিপক্ষের বোলাররা ভয় পায় না!

পাঁচ সপ্তাহের বিশ্রামের পর এশিয়া কাপে ফিরছেন বিরাট। ২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। সেটাই বিরাটের কেরিয়ারের ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। এমন একটা ম্যাচের আগে আকাশ চোপড়া বলছেন, ‘কোহলির ক্লাস ও স্কিল নিয়ে আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। ও যদি আন্তর্জাতিক ফরম্যাটে আর একটাও রান করে, তাহলেও কোহলিকে ভোলা যাবে না। ও গ্রেট ব্যাটারদের তালিকায় ইতিমধ্যেই নাম লিখিয়ে ফেলেছে। তিন ফরম্যাটে কোহলি যে ভাবে দাপট দেখিয়েছে সেটা অতিমানবীয়।’

এরপরেই বিরাটকে বিঁধলেন তিনি। আকাশ যোগ করেন, ‘তবে এটাও মেনে নিতে হবে যে বোলারদের উপর কোহলি আর শাসন করতে পারছে না। গত তিন বছর ও যে ভাবে তিন ফরম্যাটে আউট হয়েছে, সেটা অবাক করার মতো। এহেন কোহলিকে বিপক্ষের বোলাররা আগের মতো ভয় পায় বলে তো মনে হয় না!’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − five =