ভাঙচুর চালিয়ে শ্বশুর বাড়ির দখল নেবার অভিযোগ উঠল বউমার বিরুদ্ধে

ব্যারাকপুর : ভাঙচুর চালিয়ে শ্বশুর বাড়ি দখল নেবার অভিযোগ উঠল বউমার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার ৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায়। বউমার তান্ডবে ৭৬ বছরের রাজকুমার সাউ ও ৬৫ বছরের কাজল দেবী ছোট পুত্র রাকেশকে নিয়ে বাড়ি থেকে বিতাড়িত হয়ে আত্নীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের ১২ মে রবীন্দ্রপল্লির বাসিন্দা রাজা সাউয়ের সঙ্গে দেখাশোনা করেই বিবাহ হয়েছিল কাঁকিনাড়ার ২ নম্বর গলির বাসিন্দা কল্পনা সাউয়ের। কল্পনা দেবী সীমান্তরক্ষী বাহিনীতে কর্মরতা। অভিযোগ, বিয়ের পর থেকেই রাজা-কল্পনার মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। শ্বশুর বাড়ির সম্পত্তি দখল নেবার চেষ্টা চালায় কল্পনা। চলতি বছরের ৪ জুন বধূ নির্যাতনের অভিযোগে পুলিশ রাজাকে গ্রেপ্তারও করেছিল। জামিন পেয়ে বউয়ের ভয়ে আর বাড়ি ফেরেনি রাজা। রাজার দিদি হাসি দাস জানান, বিয়ের পর থেকে ভাইয়ের বউ অত্যাচার করতো। শিলিগুড়িতে পোস্টিং থাকাকালীন গত ৬ এপ্রিল ভাইকে নিয়ে ওর স্ত্রী ওখানে চলে গিয়েছিল। ২৮ মে বাপের বাড়িতে আসলেও ভাইকে তাদের বাড়িতে আসতে দেয়নি। পরদিন ভাই ওর শ্বশুরবাড়ি থেকে পালিয়ে নৈহাটিতে বাড়ি ভাড়া করে ছিল। গত ২ জুন ভাই লুকিয়ে অসুস্থ বাবা-মাকে দেখতে বাড়িতে এসেছিল। তখন দলবল নিয়ে ভাইয়ের স্ত্রী তান্ডব চালায়। শুধু তাই নয়, পরদিন ৩ জুন বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করে ভাইয়ের স্ত্রী। ৪ জুন ভাইকে ভাটপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করে। কয়েকদিন বাদে ছাড়া পেয়ে ভয়েতে বাড়ি ফেরেনি তাঁর ভাই। চারদিক খোঁজ চালিয়ে ভাইয়ের সন্ধান মেলেনি। হাসি দাসের অভিযোগ, রবিবার রাতে ভাইয়ের স্ত্রী কল্পনা সাউ দলবল নিয়ে বাড়িতে চড়াও হয়। ইঁট-পাটকেল ছুঁড়ে বাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ আসে। পুলিশের উপস্থিতিতে ভাইয়ের স্ত্রী কল্পনা ও তাঁর মা বিমলা দেবী সাউ ঘরে ঢুকে পড়েন। হাসি দাসের আরও অভিযোগ, ওরা বাড়ির দখল নিয়ে বাবা-মা, ভাইকে বাড়ি থেকে বিতাড়িত করেছে। এখন তারা এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ভাইয়ের স্ত্রী দাবি করছে ওর টাকায় নাকি বাড়ি তৈরি করা হয়েছে। যদিও ভাইয়ের বিয়ের আগেই তারা বাড়ি করেছেন দাবি হাসি দাসের। তিনি বলেন, নিরুপায় হয়ে সোমবার সকালে তারা ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। যদিও কল্পনা সাউয়ের দাবি, দুমাস ধরে তিনি বাড়ির বাইরে। শ্বশুর বাড়ির লোকজন তাকে ঘরে ঢুকতে দিচ্ছে না। কল্পনা দেবীর দাবি, গুগুল পে-র মাধ্যমে ধাপে ধাপে তার স্বামী রাজার কাছে ১০ লক্ষ ২০ হাজার টাকা তিনি পাঠিয়েছেন। সেই টাকায় বাড়ি তৈরি হয়েছে। রবিবার রাতে বাড়িতে ঢুকতে গেলে শ্বশুরবাড়ির লোকজন তাকে এবং তার মা-কে মারধোর করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =