বর্ডার-গাভাস্কার ট্রফি: জয়সওয়াল ও কোহলির সেঞ্চুরিতে ভারতের বিপুল রান, চাপে অস্ট্রেলিয়া

কলকাতা : জয়সওয়াল এবং বিরাট কোহলির সেঞ্চুরিতে রানের পাহাড়ে চাপা পড়েছে অস্ট্রেলিয়া। ভারত ৫৩৪ লক্ষ্য ছুঁড়ে দিয়েছে।

তৃতীয় দিনের শেষ বেলায় সামান্য কিছু সময় ব্যাটিং করেই ১২ রানে হারিয়ে ফেলেছে ৩ উইকেট। এখন হারের ঘোর শঙ্কায় পড়ে গেছে অজিরা। এখনও ৫২২ রানে পিছিয়ে তারা।

জয়সওয়াল(১৬১) ও কোহলির(১০০*) নৈপুণ্যে পার্থে ৬ উইকেটে ৪৮৭ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ভারত। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড নিয়ে সফরকারীরা প্রতিপক্ষকে ছুঁড়ে দিয়েছে ৫৩৪ রানের বিশাল লক্ষ্য। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৫০০ রান তাড়া করে জয়ের নজির নেই। ২০০৮ সালে

অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ৪১৪ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =