গাড়ি কিনতে কুন্তলের কাছ থেকেই ৪০ লাখ টাকা নিয়েছিলেন জানালেন অভিনেতা বনি

এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট থেকে তলবের একদিন আগেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার দুপুরে ব্রেক দেওয়া হয় তাঁকে। সে সময়ই অভিনেতার দাবি, কুন্তল ঘোষের সঙ্গে তাঁর ৩৫-৪০ লাখ টাকার আর্থিক লেনদেন হয়েছিল। সেই কারণেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। যদিও নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই বলেই স্পষ্ট দাবি বনির।

অভিনেতা বনি সেনগুপ্ত এদিন এও জানান, ২০১৭ সালে তাঁর কুন্তল ঘোষের সঙ্গে আলাপ হয়। কিছু ইভেন্ট এবং অনুষ্ঠানের জন্য অর্গানাইজার মারফত পরিচয় হয় তাঁর সঙ্গে। আমার ওঁর জন্য ২২ থেকে ২৫টি ইভেন্ট করেছিলাম। সেই বাবদ পারিশ্রমিক হিসেবে ৩৫ থেকে ৪০ লাখ টাকা দেন কুন্তল। যদিও এই গোটা টাকাটাই একটি গাড়ির শোরুমে পেমেন্ট করা হয়েছিল। পাশাপাশি বনি সেনগুপ্ত এও জানান, ‘কুন্তল আমায় অগ্রিম টাকা নগদে দিতে চেয়েছিল। আমি রাজি হইনি। বদলে বলেছিলাম গাড়ি কিনব তাই শোরুমে পেমেন্ট করতে। পাঁচ বছর আগে ওই টাকাই কুন্তল গাড়ির শোরুমে জমা করে। সেই গাড়ি আমি বিক্রিও করে দিয়েছি। তাই সঠিকভাবে কিছু মনে নেই।’

এরই পাশাপাশি বনি সেনগুপ্ত এও জানান, একটি অনুষ্ঠানে গিয়ে আলাপ হয়েছিল কুন্তল ঘোষের সঙ্গে। তারপর যুব তৃণমূল নেতার জন্মদিন সহ একাধিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। পরে তাঁকে নিজের ও সন্তানদের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণও করেছিলেন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। এরই রেশ ধরে বনি এও জানান, কুন্তলের সল্টলেক সিটি সেন্টারের বাড়িতে একাধিকবার গিয়েছিলেন তিনি। কুন্তলের মেয়ের জন্মদিনের পার্টিতেও হাজির ছিলেন এই টলি অভিনেতা। এমনকী, তাঁর কাছে কুন্তল মিউজিক ভিডিয়ো এবং সিনেমার তৈরির জন্যও আগ্রহ প্রকাশ করলেও তা আর হয়ে ওঠেনি।

ব্যক্তিগত সম্পর্ক ছিল এতটাই ভাল ছিল যে কোনও চুক্তি ছাড়াই তাঁকে টাকা দিয়ে দিয়েছিলেন কুন্তল। এদিন একইসঙ্গে এও জানান, তাঁর সঙ্গে এই নিয়োগ দুর্নীতির কোনও সম্পর্ক নেই। কুন্তলের কার্যকলাপের ব্য়াপারে কিছু জানতেন না বলেও দাবি করেন তিনি। বনি এও জানান, সিনেমায় কাজ করার জন্য তাঁকে টাকা দিয়েছিলেন কুন্তল, তবে সেই সিনেমা হয়নি। তারই বদলে এই একাধিক ইভেন্টে অংশ নেওয়া।

তবে আপাতত ইডিকে ২০০ শতাংশ সহযোগিতা করবেন বলে দাবি করেন বনি। সব শেষে তিনি বলেন, এরপর থেকে অনেক বেশি অ্যালার্ট থাকব। পাশাপাশি টলিউডের এই অভিনেতা এও জানান, ইডি আধিকারিকরা যে সমস্ত নথি দিয়েছিলেন, তা তিনি ইতিমধ্যেই দিয়ে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =