মুর্শিদাবাদ : এলাকা দখলকে ঘিরে অশান্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত চুনশহর গ্রাম। মঙ্গলবার সন্ধ্যায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি হয়েছে।
বোমাবাজিকে ঘিরে রাতভর চাপা উত্তেজনা ছিল চুনশহর গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই প্রথম নয়, প্রায় দু’মাস ধরে এলাকা দখলকে কেন্দ্র করে চুনাশহর গ্রামে বেশ কয়েক বার সংঘর্ষ হয়েছে।
এলাকা দখল নিয়ে অশান্তির জেরেই মাস দেড়েক আগে খুন হন চুনাশহরের পাশের গ্রাম কান্দরার বাসিন্দা আলাই শেখ (৫৫)। ওই খুনের ঘটনার পর বেশ কয়েক জন ঘরছাড়া ছিলেন। তার পর থেকে এলাকাও খানিক শান্ত ছিল। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা থেকে দফায় দফায় বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয়দের দাবি, দুষ্কৃতীদের অনেকেই আবার এলাকায় ফিরেছে। তার পরেই অশান্তি শুরু হয়েছে।