দিল্লির একাধিক জায়গায় বোমা হামলার হুমকি, চলছে তল্লাশি

নয়াদিল্লি : দিল্লির দুই স্কুলে বোমা হামলার হুমকি। মঙ্গলবার সকালে দিল্লির এই দুই স্কুল ছাড়াও সাকেতের জেলা আদালত, পাটিয়ালার আদালত-সহ আরও একটি আদালতে বোমা হামলার হুমকি দেওয়া হয় ই-মেল মারফৎ। দিল্লির দ্বারকা ও প্রশান্ত বিহারের দুই স্কুলেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। হামলার হুমকি মিলতেই দিল্লি জুড়ে তৎপর হয়েছে গোয়েন্দারা।

উল্লেখ্য, কিছুদিন আগেই দিল্লিতে লালকেল্লা সংলগ্ন এলাকা প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছিল। প্রাণ গিয়েছিল বহুজনের। সেই দুঃস্বপ্নের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে মঙ্গলবার দিল্লির নিম্ন আদালত এবং সিআরপিএফ-এর দুটি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হলো। সূত্রের খবর, সাকেত কোর্ট, পাটিয়ালা হাউস কোর্ট, তিস হাজারি কোর্টে এই হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ পেয়েই সেখানে তল্লাশি শুরু করে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় ডগ স্কোয়াড।

আদালতগুলিতে নজরদারি আরও জোরালো করা হচ্ছে। জানা গিয়েছে, একটি জঙ্গি সংগঠনের নাম করে ই-মেল মারফত এই হুমকি দেওয়া হয়। খালি করে দেওয়া হয় একের পর এক নিম্ন আদালত। সমস্ত আইনজীবী থেকে শুরু করে সেই সময় আদালতে থাকা সমস্ত মানুষকে দ্রুত বের করে দেওয়া হয়। শুরু হয় তল্লাশি। যদিও এখনও পর্যন্ত দীর্ঘ তল্লাশিতেও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =