তৃণমূল নেতা আরাবুল ইসলামের বাড়ির কাছ থেকে উদ্ধার হল বোমা। ভাঙড়ের উত্তর গাজিপুরের চাষের জমি থেকে এই বোমা উদ্ধার হয় বলে কাশীপুর থানা সূত্রে খবর। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে হঠাৎ-ই স্থানীয়দের নজরে আসে বস্তাবন্দি বোমা। এরপরই খবর দেওযা হয় কাশীপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাশীপুর থানার পুলিশ। এরপরই দ্রুত বোমার বস্তা সরিয়ে অন্যত্র নিয়ে যায়।
কাশীপুর থানা সূত্রে খবর, এদিন বস্তায় একাধিক বোমার সঙ্গে মেলে আগ্নেয়াস্ত্রও। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তৃণমূল নেতা আরাবুল ইসলামের বা়ড়ির কাছ থেকে এই বোমা উদ্ধারে স্বাভাবিক ভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কে বা কারা বোমা গুলি ওখানে রেখে যায় এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এই বোমা কি জন্য রাখা হয়েছিল কিনা তা নিয়ে তদন্ত করছে পুলিশ।তবে শনিবারের ঘটনায় এখনও উত্তপ্ত ভাঙড়। ফলে এই বোমা উদ্ধরের ঘটনায় অনেকেরই ধারনা, নতুন করে অশান্তি ছড়ানোর উদ্দেশেই এই বোমা রাখা হয়েছিল। বোমাগুলি নিষ্ক্রিয় করতে উদ্যোগী হয় কাশীপুর থানা।এলাকায় এখনও অব্যাহত ধরপাকড়। এদিকে কাশীপুর থানা সূত্রে খবর, শনিবারের সংঘর্ষের ঘটনায় মোট গ্রেপ্তার করা হয়েছে ৪৩ জনকে।
এদিকে রবিবারও প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে আইএসএফ। আব্বাস সিদ্দিকির দল এখনও আরাবুল ইসলামের গ্রেপ্তারির দাবিতে অনড়।