নয়াদিল্লি : ফের উড়ো ফোনে বোমাতঙ্ক ছড়াল দিল্লির একাধিক স্কুলে।
শনিবার সকালে দিল্লির ডিপিএস দ্বারকা, কৃষ্ণ মডেল স্কুল, সর্বোদয় বিদ্যালয়ের মতো একাধিক স্কুলে বোমা হামলার ফোন আসে।
জানা যাচ্ছে, পুলিশের সঙ্গে স্কুলগুলিতে পৌঁছয় বোমা নিষ্ক্রিয়কারী দল।
নিরাপত্তার খাতিরে পড়ুয়াদের শ্রেণিকক্ষ থেকে বের করে দেওয়া হয়। চলে তল্লাশি। তবে এখনও কোনও বোমা উদ্ধারের খবর মেলেনি।

