দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক, দেরিতে ছাড়ল দোহাগামী বিমান

দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক। ভোর সাড়ে তিনটেয় কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক ছড়ায়। এনএসসি বোস আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা থেকে ১৮৬ যাত্রী নিয়ে দোহা হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল ওই বিমানের। এই বিমানেরই যাত্রী ছিলেন জন জাভেদ কাজী। ওই যাত্রীই প্রথমে চিৎকার করতে থাকেন, ‘বিমানে বোমা আছে’ বলে। প্রাথমিক ভাবে তাঁর এই বক্তব্যে পাত্তা না দিলেও এরপর এই জন জাভেদ কাজী বিমানের ক্রু এবং বিমান সেবিকাদের ঘটনাটি জানান যে অজ্ঞাতপরিচয় কেউ তাঁকে এই তথ্য দিয়েছেন। তাঁর কথা শোনার পর ঝুঁকি নেননি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-কে। সিআইএসএফ-এর কর্মীরা ঘটনাস্থলে আসেন এবং বিমানটি খালি করা হয়। বিমানে থাকা সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে বোমার অনুসন্ধান করেন নিরাপত্তারক্ষীরা। এমনকি, বোমা খুঁজতে নিয়ে আসা হয় প্রশিক্ষিত কুকুরও। তবে তেমন কিছু মেলেনি।
এদিকে ওই জন জাভেদ কাজীকেবিমানবন্দরে ছাড়তে এসেছিল তাঁর বাবা। এরপরেই তাঁর বাবার সঙ্গে কথা বলেন সিআইএসএফ আধিকারিকরা। উত্তরে জন জাভেদের বাবা জানান, ‘একটি বিরল রোগে আক্রান্ত তাঁর ছেলে। সেই জন্য এরকম ঘটনা ঘটাতে পারে।’ একইসঙ্গেই ওই যুবকের শারীরিক পরীক্ষার বিভিন্ন কাগজপত্র দেখানোও হয়। সেখানে ধরা পড়ে তিনি মানসিকভাবে অসুস্থ। এরপর অনুসন্ধান শেষে যাত্রীদের আবার বিমানে তুলে দোহার উদ্দেশে সেটি রওনা দেয় সকাল ৯টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =