ব্যারাকপুর: ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে বোমাবাজির ঘটনা শিউলি গ্রাম পঞ্চায়েতের সালেমপুর গ্রাম। রবিবার রাতে বোমার শব্দে কেঁপে ওঠে সালেমপুর। সোমবার সকালে রাস্তার ওপর বাসিন্দারা একটি তাজা সুতলি বোমা পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ এসে ওই তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করে মোহনপুর থানার পুলিশ। যদিও পঞ্চায়েত নির্বাচনের আগে এই ধরনের বোমাবাজিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শিউলিগ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান অরুন ঘোষের দাবি, বহিরাগতদের এনে বিরোধীরা বোমাবাজি করছে। বিরোধীদের এখানে কাউকেই প্রচারে বাধা দেওয়ার অভিযোগও নেই। তবুও বহিরাগতদের এনে বিরোধীরা বোমাবাজি করেছে। শান্ত এলাকাকে ওরা অশান্ত করতে চাইছে। বিজেপি নেত্রী চৈতালি মিত্রের পাল্টা অভিযোগ, তৃণমূলের হার্মাদ বাহিনী রাতের অন্ধকারে বোমাবাজি করেছে। সাধারণ মানুষকে ভয় দেখাতেই ওরা একাজ করেছে। যাতে ভোটাররা ভোট দিতে না যায়। তবে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে নির্বাচনের দাবি জানিয়েছেন সেলামপুর গ্রামের বাসিন্দারা। তাদের দাবি, ভোটের দিন নির্ভয়ে যাতে মানুষ ভোট দিতে পারেন। সেই ব্যবস্থা করুক নির্বাচন কমিশন।