মালদা : মালদা শহরের ২৩ নম্বর ওয়ার্ডের ডগপুকুর এলাকায় বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে ৬ বছরের শিশু বান্টি কুমার মাহাতো। মঙ্গলবার সকালে, একটি বাড়ির বারান্দায় খেলার সময় শিশুটি ভুলবশত বোমা বল ভেবে নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনার পর ডগপুকুর এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে, রেললাইনের পাশে রেলের জমিতে গড়ে ওঠা বসতিতে বিস্ফোরণটি ঘটে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
এদিকে, বিস্ফোরণকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি অভিযোগ করেছেন যে শাসকদলের মদতে এখন গ্রামে নয়, শহরে মজুদ করা হচ্ছে বোমা, যা থেকে এই বিস্ফোরণ ঘটেছে।
অন্যদিকে, ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।