বোলপুর : স্বামী, স্ত্রী ও সন্তানকে একসঙ্গে পুড়িয়ে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল বোলপুরের রজতপুর নতুনগীত গ্রামে। সেই ঘটনায় মূল অভিযুক্ত চন্দন শেখকে মঙ্গলবার বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালতের বাইরে চন্দন ও তার প্রেমিকা স্মৃতি বিবির ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখান রজতপুর, লোহাগড়-সহ একাধিক এলাকার বাসিন্দারা। রীতিমতো ব্যানার-পোস্টার নিয়ে বিক্ষোভে সামিল হন তাঁরা।
উল্লেখ্য, জুলাই মাসে বোলপুরের রজতপুর নতুনগীত গ্রামে বাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় রূপা বিবি ও শিশু সন্তান আয়ান শেখের। ঘটনার একদিন পর বর্ধমানের বেসরকারি হাসতাপালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গৃহকর্তা আব্দুল আলিমের।
পুলিশ তদন্তে নেমে আব্দুল আলিমের ভাইয়ের স্ত্রী স্মৃতি বিবি ও তার প্রেমিক চন্দন শেখকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে অভিযুক্তরা মুখ না খুললেও পুলিশি জেরায় দু’জনেই ভেঙে পড়ে। তারপর থেকে অভিযুক্তরা পুলিশ হেফাজতে ছিল। মঙ্গলবার মূল অভিযুক্ত চন্দন শেখকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়।